প্রতিবন্ধকতা

দুটি কবিতা লিখলেই যদি কবি হওয়া যেত,
রাসেল নামের এই ছেলেটি এমন থাকতো নাতো।
কবি হওয়া যেত যদি ছন্দ মিলে গেলেই,
অনেক আগেই কবি হত রাসেল নামের এই ছেলেই।
কবিতার মাঝে মজা পেলেই যদি হতো কবি,
পত্রিকাভরা থাকতো তবে শুধু রাসেলের ছবি।
স্বপ্ন দিয়ে লিখলেই যদি যেত কবি হওয়া,
অনেক আগেই কবি রাসেলকে যেতো খুঁজে পাওয়া।
মানুষ যদি কবি হতো সুন্দর ভাষা দিয়ে,
সবাই তবে মেতে থাকতো শুধু রাসেলকে নিয়ে।
কবি তো আর হওয়া যায়না এসব বিষয় দিয়ে,
তাইতো এখন ঐ রাসেলকে কেউ না একটু চেনে।
কবে হলে থাকা চাই কবি কবি ভাব,
রাসেলের কবিতায় শুধু এই জিনিসটার অভাব।
কবি হলে থাকা চাই অনেক গুণধারী,
এসব গুণের সাথে তো তার বরাবরই আড়ি।
কবির লিখা কবিতায় যেমন থাকে ছন্দ,
সে হিসেবে রাসেলের লিখাও নয়তো খুব মন্দ।
কবির লিখা কবিতায় যেমন থাকে ভাষা,
সে হিসেবে ভাবতে গেলে মিটবে মনের আশা।
কবির লিখা কবিতায় থাকে যেমন বিষয়,
আমি রাসেলের কবিতাতেও তেমন বিষয় হয়।
আমি রাসেলের কবিতায় শুধু একটা জিনিস নাই,
আমার কবিতায় কবি ভাবটা পাবে নাকো ভাই।
কবি কবি ভাবটা ছাড়া সবই আমার আছে,
তাইতো এখনও অপরিচিত আমি সবার কাছে।
-M Rasel Islam Raz

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উন্নয়নের পথে পথে--

এ কেমন স্বাধীনতা

সবই আল্লাহর ইচ্ছা