সবই আল্লাহর ইচ্ছা

আজ আমি মরে গেলে বন্ধুরা হয়তোঃ
আকিজঃহয়তো ছুটে আসবে বাসায়।লাশ দেখবে।একটু কাঁদবে।মাটি দিয়ে চলে যাবে।গল্পগুলো হ্যতো মিস করবে।হয়তো মিস করবে সেই আড্ডাটাকে।
রুবেলঃএকটু কাঁদবে।একটা লাশকে হয়তো কবর দিবে।এক সপ্তাহ খুব মন খারাপ থাকবে।আমার ফাজলামিটা হয়তো একটু মিস করবে।
রায়হানঃহয়তো ক্ষণিকের জন্য দুই ফোটা অশ্রু ঝরে পড়বে।বাজারে গিয়ে তার কাছে পেয়াজু খাওয়ার আবদারটা হয়তো মিস করবে।
শাহজালালঃহয়তো শেষ দেখাটা দেখতে পারবে না।কিন্তু শুনতে পাবে রাসেল আর নেই।হয়তো আসতে চাইবে।কিন্তু প্রকৃতি তাকে আসতে দেবে না।হয়তো আড়ালে দুই ফোটা কস্ট ঝরে পড়বে নয়ন হতে।
আরাফাতঃমামা কি কর লিখে হয়তো একটা এসএমএস করবে।রিপ্লাই না পেয়ে হয়তো ফোন দিবে।জানতে পারবে তার মামা কি করে।শুকনো চোখটা হয়তো একটু ভিজে যাবে।
নিশানঃখবরটা হয়তো কানে পৌঁছবে।তাড়াহুড়ো করে শেষ দেখাটা দেখতে আসবে।পরের দিন ভুল করে হয়তো মেসেঞ্জারে হাই লিখে একটা এসএমএস পাঠিয়ে দিবে।কিন্তু তা আর সীন হবে না।
সাকিলঃহয়তো আমায় নিয়ে একটা কবিতা লিখবে।ফেসবুকে পোস্ট করবে।অনেক অনেক লাইক কমেন্টস পাবে।কিন্তু তাতেও সে খুশি হবে না।সে হয়তো আমার একটা কমেন্টের আশায় বসে থাকবে।কিন্তু তার আশা আর পুর্ণ হবে না।
রাসেল মিতাঃপাশের গ্রামের এক ছেলে মারা গেছে শুনে হয়তো দেখতে আসবে।এসে দেখবে আমি।হয়তো মনে অনেক কস্ট পাবে।মেসেঞ্জারের সেই দীর্ঘ আলাপন হয়তো আর হবে না।
ছোয়াদ ভাইয়াঃছোটর পোস্টগুলি হয়তো আর দেখতে পারবে না।হয়তো একদিন এসএমএস দিবে কিরে ছোট কেমন আছিস,কোথায় আছিস।ছোট যে অচিনপুরের অচিনদেশে চলে গেছে সেটা হয়তো চিরদিনই তার অজানা রয়ে যাবে।
তহির ভাইয়াঃকিরে ছোট একটিভ থাকিস না কেন?গল্প লিখিস না কেন? ছোট তো আর কোনদিন একটিভ থাকবে না, গল্প লিখবে না।
রাহুলঃকেমন আছ বন্ধু?রিপ্লে হবে না হয়তো মেসেজটার।একসময় জানার পর হয়তো মনে একটু কস্ট পাবে
জুনায়েদ ভাইয়াঃকেমন আছ রে?কি করছো রে?আর কখনও হয়তো জানা হবে না তার বন্ধু কেমন আছে।
পুতুল আপুঃছুটে আসবে হয়তো।অঝোরে কাঁদবে।মেসেঞ্জারের পাগলামিটা একটু মিস করবে হয়তো।
রুমাঃকিরে হারামি লিখে একটা মেসেজ পাঠাবে হয়তো।তার রিপ্লে হবে না।সে হয়তো আরো রেগে যাবে। গালি দিবে।হারামিগিরিটা একটু মিস করবে হয়তো।ভাববে ইশ যদি ওর নাম্বারটা থাকত তাহলে ফোন দিয়ে আচ্ছা করে বকে দিতাম।
পপিঃকিরে তোর ভাড়া করা জিএফ এর কি খবর?সীন হবে না হয়তো।সে হয়তো রিপ্লাই এর আশায় বসে থাকবে।খুনসুটি ঝগড়াটা হয়তো একটু মিস করবে।
কৃষ্ণাঃকোথায় আছিস রে লিখে একটা এসএমএস করবে হয়তো।সে হয়তো আর জানবে না আমি কোথায় আছি।বন্ধুত্বের আড্ডাটা হয়তো মিস করবে একটু।
***********
একসময় হয়তো আমার কথা কারও মনে থাকবে না।আমার মত অনেক রাসেল তাদের সামনে ঘোরাফেরা করবে।হাজার রাসেলের মাঝে এই রাসেলের কথা কেউই একটু স্মরণও করবে না।কিন্তু আমি রাসেল হয়তো তাদের ভুলে থাকতে পারবো না............

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উন্নয়নের পথে পথে--

এ কেমন স্বাধীনতা