উন্নয়নের পথে পথে--
হোটেলে বসে এইমাত্র চা টা খাওয়া শুরু করলাম।এই বাজারে তেমন একটা আসা হয় না।তাই চাখেতে খেতে আশেপাশে দেখছিলাম।একজন কুলি ব্যাগ মাথায় নিয়ে চলে গেল।কপাল হতে গড়িয়ে আসা আসা পানি থুতনি বেয়ে মাটিতে পড়ছে।কিন্তু তার মাথা থেকে বোঝা নামানোর সময় এখনও হয় নি।দেখলাম একজন বৃদ্ধ মানুষ রিকশা বোঝাই যাত্রি নিয়ে রিকশা চালাচ্ছে।তন্মদ্
- M Rasel Islam Raz
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন