উন্নয়নের পথে পথে--


হোটেলে বসে এইমাত্র চা টা খাওয়া শুরু করলাম।এই বাজারে তেমন একটা আসা হয় না।তাই চাখেতে খেতে আশেপাশে দেখছিলাম।একজন কুলি ব্যাগ মাথায় নিয়ে চলে গেল।কপাল হতে গড়িয়ে আসা আসা পানি থুতনি বেয়ে মাটিতে পড়ছে।কিন্তু তার মাথা থেকে বোঝা নামানোর সময় এখনও হয় নি।দেখলাম একজন বৃদ্ধ মানুষ রিকশা বোঝাই যাত্রি নিয়ে রিকশা চালাচ্ছে।তন্মদ্ধে একজন শুধু যাত্রি না, একটা আস্ত দানব।অপরপক্ষে রিকশাচালক বৃদ্ধ,তার গায়ে তেমন বল নেই।হঠাৎ লক্ষ করলাম রাস্তার ধারে ফুসকার দোকানের পাশে বড় এক গাছের নিচে বসে ষাটোর্ধ এক বৃদ্ধা ভিক্ষা করছে।চা টা শেষ করে তার পাশে গেলাম।ভাঙা থালাটায় দু চারটি পয়সা ছাড়া আর কিছু আবিষ্কার করতে পারলাম না।অথচ সে যে গাছটির নিচে বসে আছে সেই গাছেই লাগানো বিশাল এক ব্যানার। তাতে লিখা, 'বাংলাদেশ উন্নয়নশীল দেশ,বাংলাদেশ আজ দারিদ্রসীমার উর্ধ্বে'।লেখাটা দেখে অজান্তেই একটু হাসি পেল।আমি হাসার আগেই দেখি পাশে ফুসকার দোকানে কে যেন হাসছে।দেখাম এলাকার দারিদ্র বিমোচন সমিতির সভাপতি তার স্ত্রী সন্তান নিয়ে ফুসকা খেতে এসেছে।তারাই হাসছে।কিন্তু যখন ঐ বৃদ্ধা কর্তৃক কিছু সাহায্যের জন্য অনুরোধ করা হল তখন বলা হল যে তার কাছে খুচরা কোন টাকা নেই।আবারও হাসি পেল আমার।হাসার আগেই একজনের ডাকে পাশ ফিরে তাকালাম।ছেঁড়া এক জামা পরিহিতা এক ছোট্ট মেয়ে আমায় বলছে 'ভাইয়া একটা ফুল নিবেন?,একদম টাটকা ফুল ভাইয়া।প্রয়োজন না থাকলেও ছোট্ট এই মেয়েটার মুখে হাসি ফোটানোর জন্য একটা ফুল নিলাম।সাথে আমারও হাসি পেল মধ্যম আয়ের দেশের এই অবস্থার কথা ভেবে।কিন্তু হাসার আগেই নজর গেল রাস্তার পাশে হাটা এক কিশোরের ওপর।গায়ে তার ময়লা জামা। জামার দুইটা বোতাম নেই।হাতে কিছু পত্রিকা।একটা পত্রিকা নিলাম।পত্রিকার একদম প্রথম পৃষ্ঠাতেই বড় করে লিখা,,"বাংলাদেশ মধ্যম আয়ের দেশ,বাংলাদেশ মধ্যম উন্নত দেশ""..।লেখাটা দেখে মনে ক্ষোভ রেখে এক চিলতে হাসি ছাড়া এবারও আমার আর কিছুই করার ছিল না........ ।
M Rasel Islam Raz

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এ কেমন স্বাধীনতা

সবই আল্লাহর ইচ্ছা