স্বপ্ন
ওয়াইফাই নাই
😰
ডাটা খুলে মেসেঞ্জার এ ঢুকি
😃
সবার প্রথমে দেখি যে একটা নামের পাশে সবুজ বাতি জ্বলছে কি না
😱?
যদি না জ্বলে, ভাবি ইশশ যদি লাইনে থাকত
😊!
কিন্তু যদি থাকে তাহলে ওই কনভার্সন এ ঢুকে মেসেজ লিখা হয়ে যায়
😃
কিন্তু সেন্ড বাটনে আর ক্লিক করা হয় না
😅
অপেক্ষায় থাকি কখন তার এসএমএস আসবে
😊
টিং করে একটা শব্দ হবে
😊
শব্দ আর হয় না
😧
হঠাৎ একটা শব্দ হল
😁
হন্তদন্ত করে মোবাইলের স্ক্রিন অন করলাম
😀
দেখলাম গ্রামীণফোন আমায় অফার দিচ্ছে
😡
১. ৭০ টাকায় ৪ মিনিট.......... .
😂
............... ......
এরপর মেসেজ আসতেই থাকে কিন্তু সেই কনভারসন থেকে আর মেসেজ আসে না
😟।
হঠাৎ একসময় মেসেজ আসে সেই কনভার্সন থেকে
😁।
মেসেজ পড়ে আমি খুশি হই
😁
তাকে আই লাভিউ টু লিখে মেসেজ এর রিপ্লে পাঠাই
😁
............... ........
অতঃপর আমি উদাস পানে চেয়ে থাকি
😍
মনে মনে অনেক খুশি
😁
কারণ,,,,,,
আগে কোনদিনও পুরোটা শেষ হয় নি
😨
কিন্তু,,,,,,
আজ সফলভাবে পুরোটা দেখার পর স্বপ্নটা ভাঙলো
😆।
- M Rasel Islam Raz
ডাটা খুলে মেসেঞ্জার এ ঢুকি
সবার প্রথমে দেখি যে একটা নামের পাশে সবুজ বাতি জ্বলছে কি না
যদি না জ্বলে, ভাবি ইশশ যদি লাইনে থাকত
কিন্তু যদি থাকে তাহলে ওই কনভার্সন এ ঢুকে মেসেজ লিখা হয়ে যায়
কিন্তু সেন্ড বাটনে আর ক্লিক করা হয় না
অপেক্ষায় থাকি কখন তার এসএমএস আসবে
টিং করে একটা শব্দ হবে
শব্দ আর হয় না
হঠাৎ একটা শব্দ হল
হন্তদন্ত করে মোবাইলের স্ক্রিন অন করলাম
দেখলাম গ্রামীণফোন আমায় অফার দিচ্ছে
১. ৭০ টাকায় ৪ মিনিট..........
...............
এরপর মেসেজ আসতেই থাকে কিন্তু সেই কনভারসন থেকে আর মেসেজ আসে না
হঠাৎ একসময় মেসেজ আসে সেই কনভার্সন থেকে
মেসেজ পড়ে আমি খুশি হই
তাকে আই লাভিউ টু লিখে মেসেজ এর রিপ্লে পাঠাই
...............
অতঃপর আমি উদাস পানে চেয়ে থাকি
মনে মনে অনেক খুশি
কারণ,,,,,,
আগে কোনদিনও পুরোটা শেষ হয় নি
কিন্তু,,,,,,
আজ সফলভাবে পুরোটা দেখার পর স্বপ্নটা ভাঙলো
- M Rasel Islam Raz
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন