স্বপ্ন

ওয়াইফাই নাই😰
ডাটা খুলে মেসেঞ্জার এ ঢুকি😃
সবার প্রথমে দেখি যে একটা নামের পাশে সবুজ বাতি জ্বলছে কি না😱?
যদি না জ্বলে, ভাবি ইশশ যদি লাইনে থাকত😊!
কিন্তু যদি থাকে তাহলে ওই কনভার্সন এ ঢুকে মেসেজ লিখা হয়ে যায়😃
কিন্তু সেন্ড বাটনে আর ক্লিক করা হয় না😅
অপেক্ষায় থাকি কখন তার এসএমএস আসবে😊
টিং করে একটা শব্দ হবে😊
শব্দ আর হয় না😧
হঠাৎ একটা শব্দ হল😁
হন্তদন্ত করে মোবাইলের স্ক্রিন অন করলাম 😀
দেখলাম গ্রামীণফোন আমায় অফার দিচ্ছে😡
১. ৭০ টাকায় ৪ মিনিট...........😂
.....................
এরপর মেসেজ আসতেই থাকে কিন্তু সেই কনভারসন থেকে আর মেসেজ আসে না😟
হঠাৎ একসময় মেসেজ আসে সেই কনভার্সন থেকে😁
মেসেজ পড়ে আমি খুশি হই😁
তাকে আই লাভিউ টু লিখে মেসেজ এর রিপ্লে পাঠাই😁
.......................
অতঃপর আমি উদাস পানে চেয়ে থাকি😍
মনে মনে অনেক খুশি😁
কারণ,,,,,,
আগে কোনদিনও পুরোটা শেষ হয় নি😨
কিন্তু,,,,,,
আজ সফলভাবে পুরোটা দেখার পর স্বপ্নটা ভাঙলো😆
M Rasel Islam Raz

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উন্নয়নের পথে পথে--

এ কেমন স্বাধীনতা

সবই আল্লাহর ইচ্ছা