ব্যাকুলতা

মাসুদ সারের বিদায় দিনে দেখা হয়েছিল একবার,
অনেক দিন হয়ে গেল দেখা হলনা আর।
তোদের ছাড়া মনটা এখন বড় একা লাগে,
তোদের সাথে ফাজলামি করার সাধটা মনে জাগে।
অনেক দিন হয়নি দেখা কষ্ট তাই মনে,
দেখা করার তারিখ হলেও কেউ না কথা শোনে।
কবিতারই চরণ দিয়ে বললি আমায় কত,
চল একদিন দেখা করি সবাই আগের মত।
কবিতার সেই চরণ গুলি হয়তো এখনো আছে,
দেখা করার তারিখ শুধু হল না তোদের কাছে।
প্রশ্ন তোদের করছি আমি এই কবিতা দিয়ে,
কবে আবার করবি মজা এই আমাদের নিয়ে?
এমন একটা দিন কি এখন তোদের কাছে নাই?
আগের মতো হৈ হুল্লোড়ে মজা করবো সবাই।
M Rasel Islam Raz

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

উন্নয়নের পথে পথে--

এ কেমন স্বাধীনতা

সবই আল্লাহর ইচ্ছা