একদিন তো মরেই যাব
লিখতে বসলাম।ভাবলাম লিখে কি হবে?একদিন তো মরেই যাব।তাই শুইতে গেলাম।সেখানেও একই চিন্তা।একদিন তো মরেই যাব।ভাবলাম যেন সুন্দর একটা স্বপ্ন দেখি।পরে ভাবলাম স্বপ্ন দেখে কি হবে?একদিন তো মরেই যাব।ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম।সকালে মায়ের ডাকে ঘুম ভাংল।মা নাস্তা করতে ডাকল। বললাম নাস্তা করে কি হবে?একদিন তো মরেআ যাব।মা শুনে যেন আকাশ থেকে পড়ল।ছেলের এ কেমন কথা?বড় ভাই তো চরম রাগ।বলল সব এই মোবাইলের চক্রান্ত।এই ছন্নছাড়া তোর মোবাইলটা এক আছার দিয়ে ভেঙে ফেলব।বললাম মোবাইল রেখে আর কি হবে?একদিন তো মরেই যাব।থাপ্পর দিয়ে মোবাইলটা কেরে নিল।রুমে চলে আসলাম।মোবাইল নিয়েছে তো কি হয়েছে?একদিন তো মরেই যাব।ওহ মোবাইলটা থাকলে একটু ফেসবুকে ঢুকতাম।ধুর।ফেসবুকে ঢুকে কি হবে?একদিন তো মরেই যাব।একটু বাজারে যাবার জন্য বের হলাম।ভাতিজা ভাতিজী এসে হাজির।টাকা নাই টাকা চাই।টাকা দাও তাড়াতাড়ি,তা না হলে করবো আড়ি।এ কেমন কথারে বাবা?টাকা দিয়ে কি করবা তোমরা?আইসক্রিম খাবো টাকা নাই,তাইতো কিছু টাকা চাই।বললাম আইসক্রিম খেয়ে কি হবে?একদিন তো মরেই যাবা।রাগ ঝামটা দেখিয়ে চলে গেল দুজন।আমি বাজার গেলাম।বন্ধু বললো এসো চা খাই।বললাম চা খেয়ে কি হবে?একদিন তো মরেই যাব।বাজারে বসে থাকলাম টানা আড়াই ঘন্টা।এদিকে সকাল থেকে পেটে কিছু পরে নি তাই পেটে ইদুর দৌড়াচ্ছে।ভুলটা বুঝতে পারলাম।তাড়াহুড়ো করে বাসায় আসলাম।মাকে বললাম তাড়াতাড়ি খেতে দাও।মা বলল খেয়ে কি হবে বাবা?একদিন তো মরেই যাবে।মাথাটা বিগরে গেল।রাগি মাথাটা নিয়ে শুইতে গেলাম।দেখি শুধু খাট। বালিশ কম্বল কিছুই নেই।কিছু বলার আগেই ভাতিজী এসে বলল শুয়ে কি লাভ?একদিন তো মরেই যাবা।বলেই দে ছুট।খারাপ মেজাজ নিয়ে গোসল করতে গেলাম।পানি পড়ছে না।বাইরে উকি দিতেই ভাতিজা বলল গোসল করে কি হবে?একদিন তো মরেই যাবা।মেজাজ এবার আরও খারাপ হল।ভাবলাম ভাইয়ার কাছ থেকে আমার মোবাইলটা নিয়ে আসি।কিন্তু ভাইয়ার কাছে মোবাইল চাওয়া আর এভারেস্ট জয় করা একই কথা।ভাবলাম এবার এভারেস্টই জয় করবো।এভারেস্ট জয় করার লক্ষে পৌছলাম।দেখলাম ভাইয়া বেশ ঠান্ডাই আছে।মোবাইলের কথাটা বলতেই ভাইয়া বলল মোবাইল দিয়ে কি হবে?একদিন তো মরেই যাবি।আমার রাগ এবার চরম সীমা লংঘন করল।রাগী মেজাজ,ক্ষুধাযুক্ত পেট,নোংড়া শরীর আর মোবাইল ছাড়া হাত নিয়ে কম্বলহীন কাঠেই (খাট বললে ভুল হবে,শুধু কাঠ) শুয়ে পড়লাম।একটা স্বপ্ন দেখছিলাম।স্বপ্নেও কে যেন বলল এই বেটা এত স্বপ্ন দেখে কি হবে?
# একদিন_তো_মরেই_যাবি।
# একদিন_তো_মরেই_যাবি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন